দীর্ঘদিনের শিক্ষা, শিল্প ও সাহিত্য বিষয়ক গবেষণার মাধ্যমে একটি বিশ্বজনীন, অসাম্প্রদায়িক, অরাজনৈতিক ও মহামানবিক জীবনদর্শনের উপর চর্চা, গবেষণা ও প্রকাশনা বিষয়ক ধ্যান, জ্ঞান, শিক্ষা ও দীক্ষা বিষয়ক প্রতিষ্ঠান বিশ্বমানবধর্ম কেন্দ্র, বিশ্বধ্যান কেন্দ্র ও বিশ্ববাংলা স্পিরিচুয়াল ইউনিভার্সিটি গড়ে তোলার প্রত্যয় নিয়ে ড. শাহ্ সৈয়দ হাসিব উল হাসান রাজা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়, সমাজসেবা অধিদফতর এর জেলা সমাজসেবা কার্যালয়, রাজশাহী থেকে ’বিশ্ববাংলা ফাউন্ডেশন’ নামে একটি সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের নিবন্ধন গ্রহণ করেন। যার নং : ১০১২/১৫, তারিখ ১৩ জুলাই ২০১৫।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়, সমাজসেবা অধিদফতর এর জেলা সমাজসেবা কার্যালয়, রাজশাহী এর নিবন্ধনের পর এই ফাইন্ডেশন সামাজিকভাবে বিভিন্ন মহামানবিক ও আধ্যাত্মিক শিক্ষা ও দীক্ষামূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।
বিশ^জনীন মহামানবিক জীবনদর্শন তথা ধ্যান, জ্ঞান, শিক্ষা ও দীক্ষা প্রতিষ্ঠান রাজশাহী-বাংলাদেশ
বিশ্বজনীন মহামানবিক জীবনদর্শন তথা ধ্যান, জ্ঞান, শিক্ষা ও দীক্ষা প্রতিষ্ঠান হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জেলা সমাজসেবা কার্যালয় এর গঠনতন্ত্রে উল্লিখিত এই ফাউন্ডেশনের লক্ষ্য, উদ্দেশ্য ও আদর্শ হলো :
- ধারা ১ : নামকরণ : বিশ্ববাংলা ফাউন্ডেশন’
- ধারা ২ : বর্তমান ঠিকানা : মহল্লা : শিরোইল কলোনী, পোস্ট : ঘোড়ামারা, থানা : বোয়ালিয়া, জেলা : রাজশাহী।
- ধারা ৩ : সংস্থার প্রকৃতি ও স্বরূপ : ইহা একটি অরাজনৈতিক, অলাভজনক বেসরকারী স্বেচ্ছাসেবী সংস্থা হিসেবে মানুষের জীবনে-যাপনের জন্য কাজ করবে।
- ধারা ৪ :কার্যএলাকা : এই সংস্থার কার্য এলাকা হবে প্রাথমিক পর্যায়ে রাজশাহী জেলা ব্যাপী। তবে নিবন্ধন কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে সংস্থার কার্য এলাকা বিভিন্ন জেলা অথবা উপজেলায় বাড়ানো যাবে।
- ধারা ৫ : প্রতিষ্ঠানের লক্ষ্য ও উদ্দেশ্য

